চন্দ্রদীপ ডেস্ক : দক্ষিণ আফ্রিকার লিমপোপো প্রদেশে ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে। এতে ৪৫ জন নিহত হয়েছেন। খবর স্কাই নিউজের।
খবরে বলা হয়েছে, বাসটিতে চালকসহ ৪৬ জন যাত্রী ছিল। দুর্ঘটনার পর শুধু ৮ বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত ওই শিশুটিকে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
এক বিবৃতিতে দেশটির যোগাযোগ মন্ত্রণালয় বলেছে, যাত্রীবাহী বাসটি বোস্টওয়ানা থেকে আসছিল। লিমপোপোর মোরিয়াতে খ্রিস্টানদের এক ধর্মীয় অনুষ্ঠানের উদ্দেশ্যে যাত্রা করছিল। পথে লিমপোপো প্রদেশের মামাতলাকালার কাছে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি ব্রিজ থেকে ৫০ মিটার নিচে খাদে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়।
দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত উদ্ধার অভিযান চলে বলে প্রতিবেদনে বলা হয়েছে। আগুনে অনেক মৃতদেহ এতোটাই পুড়ে গেছে যে তাদের শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
এ দুর্ঘটনার তদন্ত চলছে বলে দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।