Views: 44
চন্দ্রদ্বীপ ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় কামরুল ইসলাম (রাজিব) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) দুপুরে দক্ষিণ আফ্রিকার কুরুমান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, দক্ষিণ আফ্রিকার কুরুমান এলাকার আঞ্চলিক সড়কে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে কামরুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। তার গ্রামের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায়।
কামরুল ইসলাম দীর্ঘদিন যাবত দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করে আসছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুর খবরে কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।