ঠাকুরগাঁওয়ে আয়োজিত ‘ইত্যাদি’ অনুষ্ঠান ঘিরে ভাঙচুর ও মারামারির ঘটনায় অনুষ্ঠান স্থগিত করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলের রাজবাড়ীতে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় ও আয়োজক সূত্রে জানা গেছে, ইত্যাদি কর্তৃপক্ষ ঠাকুরগাঁও জেলার জন্য প্রায় দুই হাজার প্রবেশ পাস বরাদ্দ করেছিল, কিন্তু অনুষ্ঠানে হাজির হন লাখো মানুষ। একপর্যায়ে, চেয়ারে বসা নিয়ে দর্শকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যার ফলে ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। কর্তৃপক্ষ একাধিকবার পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও তা সফল হয়নি। পরিস্থিতির অবনতির ফলে অনুষ্ঠানের মাঝপথে এসে স্থগিত করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা কর্তৃপক্ষের অব্যবস্থাপনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। সানোয়ার হায়দার সবুজ নামক একজন দর্শক জানান, “আমি প্রবেশের পাস নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, তবে তবুও অনুষ্ঠান দেখতে পারিনি। এটি কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে হয়েছে।” আরেক দর্শক রাসেল বলেন, “এমন বিশাল পরিমাণ দর্শকের আগমন ছিল, এটা পূর্ব থেকেই অনুমানযোগ্য ছিল, তবে কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেনি।”
তবে, ইত্যাদি কর্তৃপক্ষ এই ঘটনার জন্য দর্শকদের উন্মুক্ত অবস্থানকে দায়ী করেছে। অনুষ্ঠানের পরিচালক হানিফ সংকেত এক বিবৃতিতে বলেন, “অনেক চেষ্টা করেও আপনাদের শান্ত করতে পারলাম না। আপনাদের জন্য একটি সুন্দর আয়োজন করতে চেয়েছিলাম, তবে সেটা আর সম্ভব হলো না।”
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম