Views: 58
পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় রাতের খাবারের সাথে ওষুধ মিশিয়ে একই পরিবাররে পাঁচজনকে অজ্ঞান করে তিন লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্ককার লুট করে নিয়েছে অজ্ঞান পার্টি।
গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার রনগোপালদী ইউনিয়নের মধ্য আউলিয়াপুর সেরাজ হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
আরো পড়ুন : আঙ্গারিয়া ইউনিয়ন চেয়ারম্যানের বাড়ি থেকে সরকারি চাল জব্দ
অজ্ঞান অবস্থায় আলমগীর হাওলাদার, শাহনাজ বগেম, সাথী আক্তার, মানসুর হাওলাদার ও মাহিন হাওলাদারকে শুক্রবার সকাল ৭টায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে দশমিনা থানার ওসি নুরুল ইসলাম মজুমদার বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে আর অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।