মো:আল-আমিন, পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা উপজেলায় তেঁতুলিয়া নদীর শাখা খালে বাঁধ দিয়ে অবাধে চলছে মৎস্য শিকারের মহোৎসব। তবে খালে পানি না থাকায় বোরো চাষিদের সর্বনাশ।
জানা যায়, তেঁতুলিয়া নদীর শাখা খালে বাঁধ দিয়ে মাছ শিকারের ফলে দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের তিন গ্রাম ও বহরমপুর ইউনিয়নের এক গ্রাম এবং বাউফল উপজেলার এক গ্রামে পানির অভাবে দুর্ভোগে পড়েছে প্রায় ২০ হাজার মানুষসহ বোরো চাষিরা। খালে পানি না থাকায় চরম পানি সঙ্কটে পড়েছে বোরো চাষিরা। আর পানির জন্য হাহাকার করছে খালের দুই পারে বসবাসরত সাধারণ মানুষ। রোপা বোরো ধান এখন শুকিয়ে যাচ্ছে পানির অভাবে। বর্তমানে পুকুর-ডোবার পানিও সেচ দেয়া শেষ।
এ বিষয়ে বাঁশবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ দাস পাড়া গ্রামের বোরো চাষি জামাল হাওলাদার, মজিদ হাওলাদার, কবির হোসেন ও জামাল মৃধা জানান, আমাদের পানি সঙ্কটে বোরো ধান এখন শুকিয়ে যাচ্ছে।
এ বিষয়ে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য হেল্লাল উদ্দিন জানান, দীর্ঘ বছর ধরে এ খাল খনন না করায় খালের গভীরতা কমে গেছে। ফলে স্থানীয়রা খালে বাঁধ দিয়ে মাছ শিকার করেন।
এ বিষয়ে বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, গছানী বাজার থেকে বগী বাজার পর্যন্ত খাল খননের জন্য এনজিওর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে খননকাজ শুরু করতে পারবে।