শিরোনাম

দশমিনায় দুই শিক্ষার্থীকে ব্যাট দিয়ে পেটাল কিশোর গ্যাং

Views: 73

মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার দশমিনায় সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বকে কেন্দ্র করে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে বিদ্যালয়ে ঢুকে দুই শিক্ষার্থীকে ক্রিকেট ব্যাট দিয়ে বেদম পিটিয়েছে কিশোর গ্যাং সদস্যরা।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।

হামলায় নেতৃত্ব দেন উপজেলার আলোচিত কিশোর গ্যাং লিডার দুই সহোদর ইয়াসিন ও আরাফাত। ওই সহোদর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুল মুন্সির ছেলে।

হামলার শিকার দুজন হলেন- উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের গছাণি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী মো. শাহিন (১৭) ও মো. মিহাদুল ইসলাম। তারা দুজনই দশমিনা হাসপাতালে ভর্তি।

আহত দুই শিক্ষার্থী অভিযোগ করে বলেন, ঘটনার দিন দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত চলছিল। ওই দিন বিদ্যালয়ের মাঠে বাংলাবাজার মাধ্যমিক বিদ্যালয়ের সঙ্গে তাদের বিদ্যালয়ের ভলিবল প্রতিযোগিতা থাকায় তারা দুজন অংশ নিতে সেখানে যান। পরে সেখানে গেলে কিশোর গ্যাং লিডার ইয়াসিন – আরাফাতের নেতৃত্বে ১০-১২ জন তাদের দুজনকে ক্রিকেট ব্যাট দিয়ে প্রকাশ্যে বেদম মারধর করেন।

আহত দুজনের মধ্যে মো. মিহাদুল ইসলাম দাবি করেন, ৩ মাস আগে দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী হামিদুলের সঙ্গে তার সিনিয়র – জুনিয়র নিয়ে তর্কবিতর্ক হয়। ওই তর্কবিতর্কে জের ধরে তাদের ওপর হামলা হয়েছে বলে তিনি দাবি করেন।

এদিকে ইয়াসিন-আরাফাতের ফের এমন কাণ্ডে জনমনে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

এ বিষয় দশমিনা থানার ওসি নূরুল ইসলাম মজুমদার বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *