শিরোনাম

দশমিনায় দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতা

Views: 67

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দশমিনায় ‘‘দুর্নীতি দমন কমিশন কর্তৃক গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরার লক্ষ্যে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে এ রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) পটুয়াখালী জেলা সমন্বিত কার্যালয়ের সহযোগিতায় দশমিনা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে।

আরো পড়ুন : দুমকিকে একটি মডেল ও স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তোলা হবে : চেয়ারম্যান প্রার্থী এ্যাড.মেহেদি হাসান মিজান

রচনা প্রতিযোগীতায় ৮টি বিদ্যালয়ের ২০জন ও বিতর্ক প্রতিযোগিতায় উপজেলার ৮টি বিদ্যালয়ের ২৪জন ছাত্র ছাত্রী অংশগ্রহণ করেন। রচনা ও বিতর্ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা কর্মকর্তা মো. নাজমুল হাসান, উপজেলা আইসিটি অফিসার দেওয়ান মোহাম্মদ জিয়াউর রহমান, তথ্য অফিসার নাদিয়া আফরোস, দশমিনা সরকারি আব্দুর রসিদ তালুকদার কলেজের প্রভাষক মো. সালাউদ্দিন ও বাংলা বাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনোয়ার হোসেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও বিজেতাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আহাম্মেদ ইব্রাহিম অরবিল, সহ সভাপতি তাহমিনা সুলতানা, সাধারন সম্পাদক মো. মোসারেফ হোসেন, সদস্য ফোরকান, শিক্ষক ও গণমাধ্যমকর্মী প্রমুখ।

এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শুরুর স্থলে এসে শেষ হয়।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *