মো: আল-আমিন (পটুয়াখালী): পটুয়াখালী-৩ আসনে নৌকা প্রতীক নিয়ে দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় নেতাকর্মী, বিভিন্ন সংগঠন ও দশমিনার সর্বস্তরের মানুষের ভালোবাসা আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এস এম শাহজাদা।
দশমিনার দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ এবং হাজারো মানুষ ফুল ও ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান আওয়ামী লীগ দলীয় নবনির্বাচিত এই সংসদ সদস্যকে।
এ সময় উপস্থিত ছিলেন এমপিপত্নি আয়েশা সিদ্দিকা সিলভিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বাঁশবাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান কাজী আবুল কালামসহ উপজেলা আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সংবর্ধনা অনুষ্ঠানে এস এম শাহজাদা এমপি বলেন, প্রধানমন্ত্রীর নৌকা প্রতীকে ভোট দিয়ে যারা আমাকে দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত করেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।
তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন এই এলাকার ব্যাপক উন্নয়ন হয়েছে। মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন হয়েছে। গত ৫ বছর গলাচিপা-দশমিনা দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজ, ভূমি দখল, মাদকমুক্ত ছিল। ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষ শান্তিতে বসবাস করছিল। আগামীতেও আমি শান্তিশৃঙ্খলা বজায় রেখে আপনাদের সেবা করে যাবো।