মো: আল-আমিন (পটুয়াখালী): দশমিনা উপজেলার বেতাগীসানকিপুর ইউনিয়নের বড়গোপালদী মাধ্যমিক বিদ্যালয়ে ৫৪ তম তিন দিন ব্যাপি ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি সকাল ১০ টায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভপতি মোঃ আবু হানিফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)নাফিজা নাজ নীরা।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দশমিনা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) অনুপ দাশ, বেতাগীসানকিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মশিউর রহমান ঝন্টু, সিনিয়র শিক্ষক উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আহাম্মেদ ইব্রাহিম অরবিল,ওই ইউনিয়ন আ,লীগের সভাপতি মো.শাহ আলম হাওলাদারসহ, বিদ্যালয়ের প্রধান ও সহকারি শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক ও ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা।
এসময় তিন দিন ব্যাপি ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ উদ্ধোধনে কোরআন থেকে তেলোয়াত, গীতা পাঠ, জাতীয় সঙ্গীতের সূরে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ, ক্রীড়া মশাল প্রদক্ষিণ করা হয়।