শিরোনাম

দশমিনায় হত্যা মামলার আসামি সোহাগ মেম্বার গ্রেপ্তার

Views: 5

পটুয়াখালীর দশমিনায় হত্যা মামলার প্রধান আসামি মো. সোহাগ মেম্বারকে রাজধানীর আগারগাঁও থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। দশমিনা থানা–পুলিশ গতকাল রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর র‍্যাবের সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

থানা সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর উপজেলার আদমপুর গ্রামের বাসিন্দা মো. নুর ইসলাম হাওলাদারকে (৬৬) পার্শ্ববর্তী নেহাগঞ্জ চায়ের দোকান থেকে ডেকে নিয়ে যায় সোহাগসহ কয়েকজন। তাদের বিরুদ্ধে নুর ইসলামকে মারধর করে খালের পানিতে ডুবিয়ে হত্যার অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের মেয়ে কহিনুর বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলায় সোহাগ মেম্বার ছাড়াও আ. কাইয়ূম, আ. রহিম বেপারী, মো. শাহজাহান মৃধা, মোসা. রুনু বেগম, মো. রিপনসহ অজ্ঞাত আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে। মামলা দায়েরের পর থেকেই আসামিরা পালিয়ে ছিলেন।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলীম জানান, গ্রেপ্তার সোহাগ মেম্বারকে থানায় আনা হয়েছে এবং মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হবে। তিনি আরও জানান, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *