শিরোনাম

দশমিনা উপজেলায় মন্দিরে পূজা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, ৩ আসামি গ্রেপ্তার

পটুয়াখালীর দশমিনা উপজেলার আউলিয়াপুর গ্রামে পূজা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কৃষ্ণভক্তের দায়ের করা মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) নারায়ণগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করা হয় এবং পরে থানায় হস্তান্তর করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পলাশ হাওলাদার (৩৫), বিপ্লব হাওলাদার (৩৫) ও বাবুল হাওলাদার (৪০)। এই তিনজনের বিরুদ্ধে ১৪ জানুয়ারি রাত থেকে ১৫ জানুয়ারি সকালে পূজা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অংশ নেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, সংঘর্ষে প্রায় ২৪ জন আহত হন, এর মধ্যে কয়েকজন গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গুরুতর আহত এক কৃষ্ণভক্ত দেবাংশু হাওলাদার ২১ জানুয়ারি ঢাকার মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় কৃষ্ণভক্ত ভবরঞ্জন হাওলাদার বাদী হয়ে ২৭ জনকে আসামি করে মামলা করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শুরু করে এবং মঙ্গলবার (২৮ জানুয়ারি) তিন আসামিকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলিম জানান, গ্রেপ্তারকৃতদের বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আদালতে পাঠানো হবে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

 

image_pdfimage_print