চন্দ্রদ্বীপ ডেস্ক :: মহানবমীর দিনে পরলো দশমীর তিথি। শনিবার (১২ অক্টোবর) নবমী বিহিত পূজা শেষে দশমীর বিহিত পূজা ও দেবীর দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হচ্ছে।
নবমীতে দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুরকে বধ করেছিলেন, তাই নবমীর সকাল অশুভ শক্তি থেকে মুক্তির প্রতীক। সকাল ৬টা থেকে নবমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়, যেখানে ১০৮টি বেল পাতা, আম কাঠ ও ঘি দিয়ে যজ্ঞের মাধ্যমে দেবীর কাছে আহুতি প্রদান করা হয়।
৮টা ২৬ মিনিটে দশমী পূজা শুরু হয়। পূজা শেষে দেবীর দর্পণ বিসর্জনের মাধ্যমে ভক্তদের কাঁদিয়ে একদিন আগেই কৈলাসে ফিরবেন দুর্গা। দেবীর বিদায়ে নবমীর আনন্দ বিষাদের রূপ নিয়েছে, আর ভক্তরা দেবীর কাছে সুখ-শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা করছেন।