শিরোনাম

দাবদাহের কারণে স্কুল বন্ধ দক্ষিণপূর্ব এশিয়ার আরও যেসব দেশে

Views: 44

 

চন্দ্রদ্বীপ ডেস্ক:  চলতি এপ্রিল মাসের মাঝামাঝি থেকে এশিয়ার বিভিন্ন অংশে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। ব্যাপক গরম ও দাবদাহের কারণে আগামী ৩ দিন স্কুল-মাদ্রাসা বন্ধের নির্দেশ দিয়েছেন বাংলাদেশের হাইকোর্ট।

বার্তাসংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ ছাড়াও অসহনীয় গরমের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে বাধ্য হয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার অন্তত ৫টি দেশ। এসব দেশ হলো— ফিলিপাইন, থাইল্যান্ড, ভিয়েতনাম, মালয়েশিয়া এবং সিঙ্গাপুর।

ফিলিপাইনের শিক্ষা মন্ত্রণালয় রোববার দেশজুড়ে সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দুই দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ এই দ্বীপরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের কর্মকর্তারা বলেছেন, বর্তমানে ফিলিপাইনের প্রায় সব অঞ্চলে তাপমাত্রার পারদ ৩৭ ডিগ্রি সেলসিয়াস বা তার আশপাশে; কিন্তু এপ্রিলের শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টিহীনতার কারণে রাজধানী ম্যানিলাসহ বিভিন্ন দ্বীপে অনুভূত তাপমাত্রা প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস।

দেশটির স্কুলশিক্ষকদের সংগঠন টিচার্স ডিগনিটি কোয়ালিশনের চেয়ারপারসন বেঞ্জো বাসাস স্থানীয় বেতার সংবাদমাধ্যম ডিডব্লিউপিএম রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ফিলিপাইনের অধিকাংশ স্কুলের শ্রেনীকক্ষে এসি নেই, শিক্ষার্থীর সংখ্যাও বেশি। গত কয়েকদিন ধরে আমরা খবর পাচ্ছিলাম যে অত্যাধিক গরমের কারণে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ক্লান্তিভাবসহ বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিচ্ছে। গরম ও কোলাহলের কারণে ক্লাসের মধ্যে শিক্ষক বা শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়েছেন— এমন কিছু ঘটনাও আমরা শুনেচ্ছি।’

‘তাই আমরা মনে করছি সরকারের এই সিদ্ধান্ত প্রয়োজনীয় ও সময়োপযোগী এবং টিচার্স ডিগনিটি কোয়ালিশনের পক্ষ থেকে আমি এ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।’

স্কুলগুলোতে ক্লাসের সময় বৈদ্যুতিক পাখাও সবসময় চালু রাখা যাচ্ছে না। দেশটির বিদ্যুৎ উৎপাদন কর্তৃপক্ষ শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, গরমের কারণে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় এই ঘাটতি শুরু হয়েছে। অতিরিক্ত চাপ সামাল দিতে গিয়ে ইতোমধ্যে অন্তত ১৩টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বিকল হয়ে গেছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

তীব্র তাপপ্রবাহের কারণে রোববার লোকজনকে অত্যন্ত জরুরি প্রয়োজন ব্যতীত বাড়ির বাইরে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে থাইল্যান্ড। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে রাজাধানী ব্যাংককসহ দেশটির মধ্য ও উত্তরাঞ্চলের তাপমাত্রা ৪০ ডিগ্রির নিচে নামছে না। গত ২২ এপ্রিল উত্তরাঞ্চলীয় শহর ল্যামপাঙের তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠেছিল।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *