Views: 18
চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাজারে ভোজ্যতেলের দাম কমানোর লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জরুরি ভিত্তিতে ভ্যাট ছাড় দিয়েছে। এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমানের সই করা পৃথক দুটি আদেশে এ ছাড় ঘোষণা করা হয়।
প্রথম আদেশে, পরিশোধিত ও অপরিশোধিত সয়াবিন এবং পাম তেলের উৎপাদন ও ব্যবসায়িক পর্যায়ে প্রযোজ্য ১৫ শতাংশ ভ্যাট মওকুফ করা হয়েছে। দ্বিতীয় আদেশে, আমদানি পর্যায়ে ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে বাজারে ভোজ্যতেলের দাম কমানো হবে বলে আশা করা হচ্ছে।