শিরোনাম

দীর্ঘ বিরতির পর একসঙ্গে শাকিব খান ও আমিন খান!

Views: 10

ঢালিউডের দুই বিখ্যাত তারকা শাকিব খান এবং আমিন খান দীর্ঘ বিরতির পর আবার একসঙ্গে দেখা দিলেন। একসময় এই দুই তারকাকে বড় পর্দায় একসঙ্গে দেখা যেত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমিন খান সিনেমা জগত থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। অন্যদিকে শাকিব খান ঢালিউডে নিজের জায়গা আরও দৃঢ় করেছেন এবং শীর্ষে পৌঁছেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে, যেখানে শাকিব খান ও আমিন খান একে অপরকে কাঁধে কাঁধ রেখে থামস আপ দিয়ে হাসছেন। এই ছবি দেখে তাদের ভক্তরা উচ্ছ্বসিত হয়ে পড়েছেন।

তবে শাকিব খান তার ক্যারিয়ারে অনেকটা এগিয়ে গেলেও, আমিন খান এখনও বলেছেন যে, পরিচালকরা যদি তাকে আকর্ষণীয় কোনো চরিত্রে অফার করেন, তাহলে তিনি আবারও সিনেমায় ফিরতে প্রস্তুত। সম্প্রতি শাকিব খানও জানিয়েছেন যে, তার সিনেমায় আমিন খানের জন্য সেরা চরিত্র থাকতে পারে এবং এমনকি ভিলেন চরিত্রে তাকে দেখতে চান অনেকেই।

এছাড়াও, শাকিব খান এবং আমিন খান একসঙ্গে অভিনীত বেশ কিছু সিনেমা রয়েছে, যেমন ‘হীরা চুনি পান্না’, ‘উত্তেজিত’, ‘গরম খবর’, ‘সাত খুন মাফ’, ‘পিতার আসন’, ‘ফুল নেব না অশ্রু নেব’, ‘সমাধি’ ইত্যাদি।

তবে, শাকিব খান ও আমিন খানের একসঙ্গে কাজ করার বিষয়টি এখনও নিশ্চিত হয়নি এবং তাদের একত্র হওয়ার উদ্দেশ্যও পরিষ্কার হয়নি।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *