শিরোনাম

দীর্ঘ বিরতির পর ‘রং ঢং’ সিনেমায় একসঙ্গে ডা. এজাজ, ফারুক আহমেদ ও স্বাধীন খসরু

Views: 13

জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের নাটকে অভিনয় করে দর্শকপ্রিয়তা পাওয়া তিন অভিনেতা ডা. এজাজ, ফারুক আহমেদ এবং স্বাধীন খসরু দীর্ঘ বিরতির পর আবারও একসঙ্গে পর্দায় ফিরেছেন।

শুক্রবার (৮ নভেম্বর) মুক্তি পেয়েছে তাদের অভিনীত নতুন সিনেমা ‘রং ঢং’। এই ত্রয়ীকে বহুদিন পর একসঙ্গে দেখে দর্শকদের মধ্যে উৎসাহের জোয়ার বইছে।

ডা. এজাজ ও স্বাধীন খসরু পেশাদার অভিনেতা না হলেও, হুমায়ূন আহমেদের নাটকের মাধ্যমে দর্শকদের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিলেন। ‘উড়ে যায় বকপক্ষী’ ও ‘তারা তিনজন’ নাটকগুলোর জন্য তারা বিশেষভাবে পরিচিত। কিন্তু হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তাদের একসঙ্গে আর দেখা যায়নি। এদিকে, স্বাধীন খসরু দেশের বাইরে চলে যাওয়ায় দীর্ঘদিন পর্দায় অনুপস্থিত ছিলেন।

‘রং ঢং’ সিনেমাটি নির্মিত হয় ২০১৯ সালে। তবে সিনেমাটির কিছু দৃশ্য সেন্সর বোর্ড কর্তৃক সংশোধনের নির্দেশ দেওয়া হয়, যার ফলে সিনেমাটি মুক্তি পেতে বিলম্ব হয়। এরপর আপিল বোর্ডে আবেদন করার পর অবশেষে মুক্তির ছাড়পত্র পায় সিনেমাটি।

‘রং ঢং’ সিনেমাটির গল্পে দেখানো হয়েছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির নবীনদের প্রতারিত হওয়ার ঘটনা। এই সিনেমায় ‘মীরাক্কেল’ খ্যাত জামিল হোসেন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। এছাড়াও তারিক আনাম খান, আরমান পারভেজ মুরাদ এবং সোহেল মণ্ডলসহ আরও অনেকেই সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *