শিরোনাম

দুই বছরে বরিশালে ৪১২ পুলিশ সদস্যকে শাস্তি

Views: 3

গত দুই বছরে বরিশাল জেলা ও নগর পুলিশের ৪১২ জন সদস্যকে বিভিন্ন অপরাধের কারণে শাস্তি প্রদান করা হয়েছে। শাস্তিপ্রাপ্তদের মধ্যে রয়েছে ১৯৩ জন সাব-ইন্সপেক্টর এবং ১০১ জন কনস্টেবল। এই শাস্তিপ্রাপ্তদের মধ্যে ১৭৩ জন নগর পুলিশের এবং ২৩৯ জন জেলা পুলিশের সদস্য। তাদের বিরুদ্ধে নৈতিক স্খলন, দুর্নীতি, মাদক সংশ্লিষ্টতা, নির্যাতনসহ নানা অভিযোগ প্রমাণিত হয়েছে।

এমন পরিস্থিতির প্রেক্ষিতে পুলিশ বাহিনীকে আরও কার্যকর ও স্বচ্ছ করতে বিভাগীয় শাস্তি প্রদান কার্যক্রম চলমান থাকবে। আইন অমান্য করে দায়িত্ব পালনে কোনো পুলিশ সদস্যকে ছাড় দেওয়া হবে না, এমন কথা জানিয়েছেন একাধিক পুলিশ কর্মকর্তা।

বরিশাল পুলিশ সুপার বেলায়েত হোসেন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বলেন, অপরাধ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী সংশ্লিষ্টদের শাস্তি দেওয়া হচ্ছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে। পুলিশ বাহিনীতে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

বরিশাল নগর পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে অপরাধ প্রমাণিত হলে বা সম্ভাবনা থাকলে ওই বিষয়ে বিভাগীয় মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগ যদি মিথ্যা প্রমাণিত হয়, তবে অভিযুক্ত পুলিশ সদস্য খালাস পাবেন। অন্যথায়, তাকে আইন অনুযায়ী শাস্তি ভোগ করতে হবে।

মো: তুহিন হোসেন,
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *