পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন খালের পশ্চিম পাশে কাছিয়াবুনিয়া আর পূর্বাংশে হাপুয়াখালী গ্রাম। মাঝখানে বয়ে যাওয়া খালটির নাম আমলাভাঙা। দুই গ্রামের বাসিন্দাদের মেলবন্ধনে দু’টি সেতু নির্মাণ কর হয়েছে। এই সেতু এখন গলার কাঁটা হয়ে ঝুঁলছে। গত দুই বছর ধরে সেতুর মধ্যাংশে ও পাশের রেলিং ভেঙে গেছে। ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
স্থানীয়দের ভাষ্যমতে, ১৯৯৮ সালে আমলাভাঙ্গা খালের ওপর আয়রন ব্রিজ প্রকল্প থেকে সেতু নির্মাণ করা হয়।
জানা গেছে, ভাঙা সেতু পার হয়ে কাছিয়াবুনিয়া গ্রামে অবস্থিত তিনটি মাধ্যমিক ও একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীরা আসা-যাওয়া করছেন।
আরো পড়ুন :কলাপাড়া পৌর এলাকায় ময়লা আবর্জনায় অতিষ্ঠ মানুষ
রাঙ্গাবালী সদর ইউনিয়ন ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন বলেন, সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। এখানে নতুন সেতুর কোনো বিকল্প নেই।