শিরোনাম

দুই মাসেও পুরোপুরি সক্রিয় হয়নি পুলিশ, জননিরাপত্তা ঝুঁকিতে

Views: 20

চন্দ্রদ্বীপ ডেস্ক :: সারাদেশে পুলিশি কার্যক্রমে ধীরগতি ও জনবল সংকটের কারণে নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। রাজধানীর থানাগুলোর অনেকগুলোতেই এখনও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়নি। একাধিক থানায় কর্মকর্তা সংকট এবং তাদের ঢিলেঢালা মনোভাবের কারণে সেবাপ্রার্থীদের উপস্থিতি কমেছে।

অনেক থানায় একজন কর্মকর্তা একাধিক দায়িত্ব পালন করছেন, অথচ পুলিশ পুরোপুরি সক্রিয় না হওয়ায় নগরবাসী নিরাপত্তার শঙ্কায় রয়েছেন। মিরপুর ও মোহাম্মদপুর থানার মতো গুরুত্বপূর্ণ এলাকায়ও কার্যক্রমের ধীরগতি লক্ষ্য করা গেছে।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনও পূর্বের মতো স্থিতিশীল নয় বলে মনে করছেন বাসিন্দারা। পুলিশের টহল কার্যক্রম শুরু হলেও তা আগের তুলনায় কম, এবং থানা পর্যায়ে নতুন কর্মকর্তাদের সঙ্গে সমন্বয়ের অভাব রয়েছে।

ডিএমপি মুখপাত্রের মতে, অগ্রাধিকার ভিত্তিতে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। তবে ভয়, আতঙ্ক ও আস্থাহীনতা পুলিশের পূর্ণ কার্যক্রমে ফেরার পথে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *