শিরোনাম

দুপুরে দেশে পৌঁছাবেন ড. ইউনূস

Views: 32

চন্দ্রদ্বীপ নিউজ :: শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে দেশে পৌঁছাবেন বলে জানা গেছে।

গ্রামীণ টেলিকমের এমডি নাজমুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ফ্রান্স থেকে স্যার (ড. মুহাম্মদ ইউনূস) রওনা দিয়েছেন। বৃহস্পতিবার (০৮ আগস্ট) দুপুর ২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন।

চিকিৎসাজনিত কারণে বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন নোবেলজয়ী এ অর্থনীতিবিদ।

বৈষম্যবিরোধী আন্দোলনে দেশের উদ্ভূত পরিস্থিতিতে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপতি ও তিন বাহিনীর সাথে আলোচনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রস্তাব করা হয়। রাষ্ট্রপতি তাদের প্রস্তাবের সাথে একমত পোষণ করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *