শিরোনাম

দুবাইয়ে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি সার্ভিস, ১০ মিনিটেই যেকোনো গন্তব্যে

Views: 49

চন্দ্রদ্বীপ ডেস্ক : ২০২৫ সালের শেষ নাগাদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চালু হচ্ছে এয়ার ট্যাক্সি সার্ভিস।

এয়ার ট্যাক্সিতে শহরের মধ্যে যেকোনো গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে ১০ মিনিটে। এরমধ্যেই এয়ার ট্যাক্সির ভাড়াও ঠিক করেছে দুবাইয়ের দ্য রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি। সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে ৩৫০ দিরহাম বা প্রায় ১১ হাজার টাকা (১ দিরহাম‍=৩১.৮৮ টাকা)। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এয়ার ট্যাক্সি পরিচালনা করবে ইউএস-ভিত্তিক শীর্ষস্থানীয় অ্যাভিয়েশন কোম্পানি জোবি অ্যাভিয়েশন। গত ফেব্রুয়ারিতেই জোবি অ্যাভিয়েশন দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) সঙ্গে চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয়।

এয়ার ট্যাক্সিগুলো যাত্রীদের নিরাপত্তা ও আরাম নিশ্চিতের পাশাপাশি আনন্দদায়ক ভ্রমণ অভিজ্ঞতা দেওয়ার জন্য সতর্কতার সঙ্গে নকশা করা হয়েছে। দুবাইয়ের প্রকৃতি ও আকাশছোঁয়া ইমারতগুলোর অসাধারণ দৃশ্য উপভোগের সঙ্গে ভ্রমণকারীরা শহরের ভারী যানবাহনের বাধা ছাড়াই নির্বিঘ্ন যাত্রা শুরু করতে পারবেন।

এয়ার ট্যাক্সিতে পাইলটের পাশাপাশি চারজন যাত্রী আরামে বসার মতো পর্যাপ্ত জায়গা থাকবে। ৫০০ থেকে ১০০০ মিটার পর্যন্ত উচ্চতায় উড়ে যাওয়া এই এয়ার ট্যাক্সিগুলোর নকশা এবং পরিচালনার ক্ষেত্রে নিরাপত্তাকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। উচ্চতা যাত্রার দূরত্বের ওপর ভিত্তি করে পরিবর্তিত হবে।

জোবি অ্যাভিয়েশনের ডেভেলপ করা একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে উবারের মতো জনপ্রিয় রাইড-শেয়ারিং প্ল্যাটফর্মের মাধ্যমে এয়ার ট্যাক্সি বুকিং দেওয়া যাবে।

দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটির (আরটিএ) ধারণা, এ ধরনের যান গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে যোগাযোগের সময় ৭০ শতাংশ কমিয়ে দেবে। যেমন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থলপথে পাম জুমইরাতে যেতে ৪৫ মিনিট থেকে এক ঘণ্টা সময় লাগলেও এয়ার ট্যাক্সি ব্যবহারে সময় লাগবে মাত্র ১০-১২ মিনিট।

এর আগে সৌদি আরবের জেদ্দা ও মক্কায় হাজীদের পরিবহনের জন্য এয়ার ট্যাক্সি চালুর পরিকল্পনা ঘোষণা করে সৌদি আরব। আসন্ন হজ মৌসুমেই যাত্রীদের জন্য উড়ন্ত ট্যাক্সি এবং পণ্য সরবরাহের জন্য ড্রোনের পরীক্ষামূলক ব্যবহার শুরু করবে সৌদি আরব।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *