পটুয়াখালী প্রতিনিধি :: দুমকিতে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১:৩০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত “কন্যা শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ” প্রতিপাদ্যে, চায়না মনি জেন্ডার প্রোমোটার এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাবিবা আক্তার তোহা শিক্ষার্থী, সরকারি জনতা কলেজ দুমকি।
সভাপতিত্ব করেন শাহিদা বেগম, দুমকি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শাহিন মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার দুমকি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান গন।
এছাড়াও বক্তব্য রাখেন অধ্যাপক শহিদুল ইসলাম সরকারি জনতা কলেজ, ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন সদস্য কেন্দ্রীয় প্রেসক্লাব, মোশাররফ হোসেন উপ সহকারী কৃষি কর্মকর্তা দুমকি উপজেলা, মোঃ ওলিউল ইসলাম উপজেলা সমাজসেবা কর্মকর্তা, মেহেরুন্নেসা শিক্ষার্থী সরকারি জনতা কলেজ।