পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে জেলেদের জন্য বরাদ্দ ভিজিএফ-এর ১৭ টন সরকারি চাল আত্মসাৎকারী আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মর্তুজা শুক্কুর মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
মঙ্গলবার (২ জুলাই) বিক্ষোভ মিছিল ও সমাবেশে তারা এই দাবি জানায়। দুপুরে দুমকি জনতা কলেজ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাজার, বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে সমাবেশে মিলিত হয়।
মিছিল ও সমাবেশে চাল আত্মসাতের ঘটনার তীব্র নিন্দা জানানোসহ অভিযুক্ত চেয়ারম্যান গোলাম মর্তুজা শুক্কুরের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেয়া হয়।
আরো পড়ুন : বাউফলের শতাধিক স্থানে হাত বাড়ালেই মিলছে মাদক
শনিবার (২৯ জুন) রাত সাড়ে ১০টার সময় দুমকি থানা পুলিশের সহায়তায় উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিন আঙ্গারিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মর্তুজা শুক্কুর মিয়ার বাড়ি থেকে সাড়ে ১৭ মেট্রিকটন চাল জব্দ করেন। এ ঘটনায় রোববার (৩০ জুন) বিকেলে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমান তালুকদার বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা করেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো. আব্দুল হান্নান জানান, অভিযোগ আমলে নিয়ে তদন্ত চলমান রয়েছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।