পটুয়াখালীর দুমকিতে দলিল লেখক কল্যাণ সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক আবু সালেহ খোকন এবং অর্থ সম্পাদক মো. নুরুজ্জামানসহ ১৭ সদস্য বিশিষ্ট কমিটির শপথ গ্রহণের এ আয়োজন ছিল উৎসবমুখর।
সোমবার (২ ডিসেম্বর) বেলা ১১টায় দুমকি সাব-রেজিস্ট্রার কার্যালয়ের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপদেষ্টা ও প্রধান কমিশনার এম আমির হোসেন।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুমকির সাব-রেজিস্ট্রার মো. মেহেদী হাসান। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন খেপুপাড়ার সাব-রেজিস্ট্রার কাজী মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নির্বাচন কমিশনার ও উপদেষ্টা মো. আ. জব্বার সিকদার এবং এস এম জাকির হোসেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক আবু সালেহ খোকন এবং সাবেক সভাপতি মো. রুহুল আমিন হাওলাদার বক্তব্য দেন। তারা কমিটির কার্যক্রম পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
আয়োজনটি পরিচালনা করেন মোহরার মো. আলমগীর হোসেন। নবনির্বাচিত কমিটির প্রত্যেকে দায়িত্ব পালনে অঙ্গীকার করেন এবং সমিতির উন্নয়নে ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রতিশ্রুতি দেন।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম