মো: আল-আমিন (পটুয়াখালী): জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হেমন্ত বিশ্বাসের প্রতিবন্ধী মেয়ে হরিবালা বিশ্বাস (৫০) ও তার একমাত্র বুদ্ধিপ্রতিবন্ধী সহদর হেমলাল বিশ্বাসের (৪৮) পাশে নেই কেউ।
সহায় সম্বলহীন সংখ্যালঘু ভাইবোন পৈতৃক সূত্রে মাত্র দেড় শতাংশের ভিটিতে নানা প্রাকৃতিক দুর্যোগে হেলে পড়া জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবনযাপন করছেন। বুদ্ধি প্রতিবন্ধী হয়ে জন্ম নেয়া কর্মক্ষমহীন ভাইবোন এলাকাবাসীর কাছে চেয়েচিন্তে খেয়ে না খেয়ে শীত, বর্ষায় কষ্ট করে চরম দুর্বিসহ জীবন কাটাচ্ছেন।
একসময় পরিবারটির জমিজমা অর্থবিত্তে ভরপুর থাকলেও আজ তারা চরম অসহায় মানবেতর জীবনযাপন করছেন।
ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সিকদার বলেন, আসলেই পরিবারটি খুবই অসহায়। বসবাসের জন্য একটা ঘর প্রয়োজন। আমি পরিষদের পক্ষ থেকে মাঝে মধ্যে কিছু খাদ্য সহায়তা দিলেও তা প্রয়োজনের তুলনায় নগন্য। পরিবারটিকে স্থায়ী পুনর্বাসন করা প্রয়োজন। সহায় বুদ্ধিপ্রতিবন্ধী পরিবারটির সহায়তায় দেশের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।