পটুয়াখালীর দুমকিতে প্রকাশ্য দিবালোকে মসজিদের খতিব মাওলানা আবু সালেহর বাড়ি থেকে ৪টি গরু লুটের অভিযোগ উঠেছে। এই ঘটনার সঙ্গে পার্শ্ববর্তী বাউফল উপজেলার বগা ইউনিয়নের সুদ কারবারি পপি হাওলাদার (৩৫) ও তার সন্ত্রাসী বাহিনীর নাম উঠে এসেছে। গরু লুটের ঘটনায় মাওলানা আবু সালেহ দুমকি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পপি হাওলাদারের নেতৃত্বে একটি দল চরগরবদি গ্রামের মসজিদের ইমাম ও খতিব আবু সালেহর বাড়িতে তাণ্ডব চালায়। এ সময় তার গৃহপালিত ২টি বাচ্চাসহ ৪টি গরু ট্রলারে উঠিয়ে জোরপূর্বক লুট করে নিয়ে যায়।
অভিযোগে পপি হাওলাদার ছাড়াও তাশমিম, হিরঞ্ছি ফারুক, সোহেল গাজীসহ ৫/৬ জনকে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে উল্লেখ করা হয়েছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন অভিযোগ পাওয়ার পর বাউফল থানা পুলিশের সহায়তায় শুক্রবার অভিযান চালিয়ে লুট হওয়া গরু উদ্ধার করেন। বর্তমানে গরুগুলো দুমকি থানার পুলিশ হেফাজতে রয়েছে। তবে অভিযুক্তদের কাউকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
অভিযুক্ত পপি হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ থাকায় মন্তব্য নেওয়া সম্ভব হয়নি।
থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম