শিরোনাম

দুমকিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

Views: 16

পটুয়াখালী প্রতিনিধি :: ‘কাঙ্ক্ষিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বল্পতা পূরণে বৈশ্বিক অপরিহার্যতা’ প্রতিপাদ্যে পটুয়াখালীর দুমকি উপজেলা প্রশাসন ও শিক্ষা পরিবারের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকাল ১০টায় দুমকি উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু করে লেবুখালী-বাউফল মহাসড়কসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক‌ই স্থানে এসে শেষ হয়।

উপজেলা পরিষদ সভাকক্ষে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বদরুন নাহার ইয়াছমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ।

বিশেষ অতিথি ছিলেন- দুমকি উপজেলা সহকারী শিক্ষা অফিসার কাজী মনিরুজ্জামান রিপন, অধ্যক্ষ জামাল হোসেন, অধ্যাপক শহিদুল ইসলাম প্রমুখ।

জামাল আহমেদের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক কাজী মাকসুদুর রহমান, মাওলানা মামুনুর রহমান, জহিরুল ইসলাম, জিএম ইউছুফ আলী, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইখতিয়ার উদ্দিন শাহীন, শাহজাহান সরদার, সহকারী শিক্ষক আমির হোসেন প্রমুখ।

বৃষ্টি উপেক্ষা করে উপজেলার সকল প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের প্রধানসহ শিক্ষক প্রতিনিধি, দুমকি প্রেসক্লাবের সভাপতি – সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা শিক্ষক দিবসের সূচনা, গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষাব্যাবস্থা জাতীয়করণের দাবি জানান।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *