পটুয়াখালী জেলার দুমকিতে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদের স্মরণসভায় আওয়ামীলীগ নেতাদের উপস্থিতি নিয়ে হট্টগোল সৃষ্টি হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা প্রশাসন স্মরণসভার আয়োজন করে।
স্মরণসভায় উপজেলা কৃষকলীগের সভাপতি ও শ্রীরামপুর ইউনিয়নের চেয়ারম্যান আজহার আলী মৃর্ধা এবং উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী নজরুল ইসলাম অংশগ্রহণ করেন। তাদের উপস্থিতি নিয়ে সভাকক্ষে উপস্থিত ছাত্র জনতার মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ সময়, কিছু ছাত্র জনতা সভাকক্ষ থেকে বের হয়ে যান, কারণ তারা অভিযোগ করেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমাতে স্থানীয় প্রশাসন এবং নেতৃবৃন্দ ছাত্র জনতার উপর হালমার ঘটনা ঘটিয়েছে।
স্মরণ সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মীর শহিদুল ইসলাম সাহিন এবং দুমকি থানা অফিসার ইনচার্জ ফিরোজ আহমেদ। এছাড়া, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, ছাত্র প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষও উপস্থিত ছিলেন।