পটুয়াখালী প্রতিনিধি :: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার সহিংস ঘটনার বিচার দাবিতে পটুয়াখালীর দুমকি উপজেলায় জামায়াতে ইসলামীর উদ্যোগে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় দুমকি নতুন বাজার এলাকায় অনুষ্ঠিত এই সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা জালাল আহমেদ।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল খায়ের এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দীন খান রাযী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা শহীদুল ইসলাম আল কায়ছারী এবং পটুয়াখালী পৌর জামায়াতের আমীর মাওলানা আবুল বশার।
গণসমাবেশে বক্তব্য রাখেন দুমকি উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মাসুদ রানা, পটুয়াখালী জেলা ছাত্র শিবিরের সভাপতি মাহাদি হাসান, জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আলতাফ হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।