শিরোনাম

দুমকি উপজেলা চেয়ারম্যানকে জনতার জুতাপেটা

Views: 53

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকিতে উপজেলা চেয়ারম্যান কাওছার আমিন হাওলাদারকে জুতাপেটা করলেন স্থানীয় জনতা।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় উপজেলার দুমকি নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় দুমকি নতুন বাজার এলাকায় চায়ের দোকানে চা খেতে আসেন মাল্টা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান কাওসার আমিন হাওলাদার। পরে উপস্থিত জনতা তাকে দেখতে পেয়ে জুতাপেটা করেন। এরপর কোনোমতে তিনি দ্রুত স্থান ত্যাগ করেন।

এ বিষয় কাওসার আমিন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি সন্ধ্যায় দুমকি নতুন বাজার এলাকায় আবু বকরের চায়ের দোকানে চা খেতে যাই। কিছু বুঝে ওঠার আগেই ১০/১২ জন যুবক আমাকে এলোপাথাড়িভাবে মারধর শুরু করেন।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *