পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকী উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে “নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ ” স্লোগানকে ধারণ করে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
সোমবার (১১মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুলের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শফিউর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা বেগম ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সাবেক সভাপতি রেজওয়ানা হিমেল প্রমুখ।
এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
পরে একটি আনন্দ শোভাযাত্রা বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।