শিরোনাম

দুমকীতে ভেজাল আইসক্রিম ফ্যাক্টরিসহ ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের অভিযান

Views: 55

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর দুমকীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে মঙ্গলবার(১৪মে) দুপর দেড়টার দিকে উপজেলার থানা ব্রিজের পশ্চিম পাড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া। এ অভিযানে পার্শ্ববর্তী বাকেরগন্জ উপজেলার নলুয়া ইউনিয়নের মোঃ আনোয়ার হোসেনকে আইসক্রিমে ডাইয়িং কালার ও ঘন চিনির ব্যবহার ও উৎপাদিত পণ্যের মোড়কে তারিখ ও মেয়াদ না থাকার অপরাধের ৩০ হাজার টাকা জরিমানাসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন : দুমকী উপজেলা নির্বাচন আনারস প্রতীক পেলেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান

অভিযানে দেখা যায় প্রতিষ্ঠানটিতে খাবার অনুপযোগী ক্ষতিকর রঙযুক্ত আইসক্রিম তৈরি করা হচ্ছে। পরে জনসম্মুখে এ সব ক্ষতিকর রঙযুক্ত আইসক্রিম ধ্বংস করা হয়। প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ধারায় মোট ৪টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। ফ্যাক্টরীতে বিএসটিআইয়ের লাইসেন্স নিয়ে পরবর্তী কার্যক্রমের নির্দেশ প্রদান করা হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *