শিরোনাম

দুমকীতে শ্রমিকলীগ নেতার পদত্যাগ

Views: 41

পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকী উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি মো: খলিলুর রহমান শরীফ আ’লীগের এই অঙ্গ সহযোগী সংগঠন থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

খলিল শরীফ ২নং লেবুখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং লেবুখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলা পূর্ব কার্তিকপাশা গ্রামের বাসিন্দা।

বুধবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ওই পত্র সম্পর্কে জিজ্ঞেস করা হলে তা স্বীকার করেন খলিল শরীফ বলেন, বর্তমানে আমার নানান সমস্যা, তাই আমি পদত্যাগ করেছি।

এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আসলে আমি কমিটিতে থাকতে চাইনি। যারা কমিটি করেছে তারাই আমার নাম দিয়া রাখছিল।

এ বিষয়ে জানতে পটুয়াখালী জেলা শ্রমিকলীগের সভাপতি মো: তোফাজ্জল হোসেনের মুঠোফোনে বার বার কল করা হলে তা তিনি রিসীভ করেন নি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২০ অক্টোবর দুমকী উপজেলা শ্রমিক লীগের ৩১সদস্য বিশিষ্ট কমিটি দেয় পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সভাপতি মো: তোফাজ্জল হোসেন ও মো: মিজানুর রহমান। গত ২৮ সেপ্টেম্বরে তার লিখিত এক পদত্যাগ পত্রে ব্যক্তিগত, পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে এ পদত্যাগের ঘোষণা দেন তিনি। ৩১ সদস্য বিশিষ্ট ওই কমিটিতে ৯ জন সহ-সভাপতির মধ্যে ২নং সহ-সভাপতি ছিলেন মো: খলিল শরীফ।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *