শিরোনাম

দুমকীর সৃজনী সংসদের নেতৃত্বে রানা ও ডা. রুবেল

Views: 58

চন্দ্রদ্বীপ ডেস্ক : সৃজনী বিদ্যানিকেতন পবিপ্রবি স্কুল এ্যান্ড কলেজ এর প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন , সৃজনী সংসদের সভাপতি মনোনীত হয়েছেন প্রতিষ্ঠানটির ২০০৩ ব্যাচের সাজ্জাদ হোসেন রানা এবং সাধারণ সম্পাদক ২০০৬ ব্যাচের ডা. মো. মহিবুল্লাহ রুবেল।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৬টায় সৃজনী সংসদের প্রধান পৃষ্ঠপোষক, পবিপ্রবি এর অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান ও প্রধান উপদেষ্টা, সৃজনী বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মো.আবদুল কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

নবগঠিত আংশিক কমিটিতে সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন এ্যাড. শামসুল হুদা রিফাত, অর্থ বিষয়ক সম্পাদক রাসেদুল হাসান বাবু, দপ্তর সম্পাদক : মাইনুল ইসলাম আকাশ, প্রচার সম্পাদক সাজ্জাদুল ইসলাম দূর্জয়।

কমটির সভাপতি সাজ্জাদ হোসেন রানা বলেন,
দুমকি উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সৃজনীবিদ্যানিকেতন। বিভিন্ন সময়ে সৃজনীবিদ্যানিকেতন এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সৃজনী সংসদ পুনর্গঠন করতে যেয়ে নানান প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে। কিন্তু আজ প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে কোন রকম বিতর্ক ছাড়াই কমিটি গঠিত হয়েছে। এজন্য সকলের প্রতি কৃতজ্ঞতা। আমরা একযোগে সৃজনীর বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে সৃজনীবিদ্যানিকেতনের উন্নতির জন্য কাজ করে যেতে চাই।

সাধারণ সম্পাদক ডা. মো. মহিবুল্লাহ্ রুবেল জানান,
সৃজনীবিদ্যানিকেতনের অধিকাংশ প্রাক্তন শিক্ষার্থী যেহেতু তাদের সমর্থন দিয়ে আমাকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করেছেন, আমি আমার সর্বোচ্চটা দিয়ে তাদের আস্থার প্রতিদান দিতে চাই। সৃজনী বিদ্যানিকেতনকে বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ গড়ে তুলতে বিদ্যালয় প্রশাসনের পাশাপাশি সৃজনী সংসদ সর্বদা কাজ করবে। গরীব মেধাবী শিক্ষার্থীরা যাতে তাদের শিক্ষা কার্যক্রম ঠিকভাবে চালাতে পারে সেজন্য বৃত্তির ব্যবস্থা করা হবে।বিদ্যালয়ের প্রতিটি সামাজিক কর্মকাণ্ডে এ সংসদ বিদ্যালয়ের পাশে থাকবে। দেশের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় এ সৃজনী সংসদ সক্রিয় ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। আমরা যেন সুন্দরভাবে,সফলতার সাথে আমাদের দায়িত্ব পালন করে যেতে পারি এজন্য সকালের পরামর্শ, সহযোগিতা ও দোয়া কামনা করি।

এছাড়াও কমিটিতে উপদেষ্টা হিসেবে রয়েছেন – ড. মো. জসিম উদ্দিন, গোলাম সরোয়ার সুজন, মো. শওকত হাসান, ডা. মো. হাবিবুর রহমান, তরিকুল ইসলাম শাহিন, কামরুন্নাহার মিতু, শফিউল আলম রাজিব, মো. শাহিন খান, মো. মিজানুর রহমান।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *