শিরোনাম

দুমকী উপজেলা পরিষদ নির্বাচন : আচরণ বিধি ভঙ্গের অভিযোগে মোটরসাইকেল প্রার্থীকে জরিমানা করলেন ম্যাজিস্ট্রেট

Views: 52

পটুয়াখালী প্রতিনিধি :: আচরণবিধি লংঘনের অভিযোগে পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হারুন অর রশীদ হাওলাদারকে শুক্রবার দুই দফায় ৪০ হাজার টাকা জরিমানা করেছেন স্থানীয় প্রশাসন ।

প্রথমে উপজেলার মুরাদিয়া ইউনিয়নে বিধিবহির্ভূতভাবে নির্বাচনী প্রচার চালানোর জন্য আচরণ বিধি তদারকির দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেট ২০ হাজার টাকা জরিমানা করেন। পরে একই অভিযোগে পাংগাশিয়ার নলদোয়ানিতে অপর এক জনসভায় আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আরো পড়ুন : দুমকি উপজেলা নির্বাচন: মাল্টা কাওসার ও তার কর্মীদের হামলার শিকার ৩ আনারস কর্মী

উল্লেখ্য, এর আগে প্রতীক বরাদ্দের দিন বিকেলে ঢাকা কুয়াকাটা মহাসড়ক বন্ধ করে জনজীবনে ভোগান্তি সৃষ্টির অভিযোগে শোকজ করেন জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার। ১৯ তারিখের মধ্যে শোকজের জবাব দেয়ার কথা।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *