পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর দুমকী সরকারি জনতা কলেজ ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় প্রায় ৫ জন আহত হয়েছে।
বুধবার বেলা ১.০০ টার সময় কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
জানা যায়, গত ১৫ জুন সানাউল্লাহ হিরাকে সভাপতি ও মো: মঈন সিকদারকে সাধারণ সম্পাদক ঘোষণা করে আগামী ১ বছরের জন্য সরকারি জনতা কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করে পটুয়াখালী জেলা শাখা ছাত্রলীগ। কমিটি ঘোষণার পরে গত ২৪ জুন পাল্টাপাল্টি আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করে দু’গ্রুপ।
গত ২৪ জুন (সোমবার) সকাল ১০টার দিকে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অস্বীকৃতি জানিয়ে সহ সভাপতি মোঃ আবু সাইদ হাওলাদার ও যুগ্ম সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সুধা’র নেতৃত্বে কলেজ ক্যাম্পাস থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে এসে মিষ্টি বিতরণ করা হয়।
অপরদিকে একইদিন বেলা সাড়ে ১১টার দিকে এ কমিটির সভাপতি সানাউল্লাহ হিরা ও সাধারণ সম্পাদক মোঃ মঈন সিকদারের নেতৃত্বে আরেকটি আনন্দ মিছিল উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পাসে এসে মিষ্টি বিতরণ করা হয়।
আরো পড়ুন : মির্জাগঞ্জে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান তরুণীর -আত্মহত্যার হুমকি
পরবর্তীতে কমিটি নিয়ে বিরোধের জেরে বুধবার (২৬ জুন)কলেজ অধ্যক্ষের সামনে দু’গ্রুপের মধ্যে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষ সৃষ্টি হয়। এতে ১। মোঃ নুরে আলম (২১),২। আরাফাত হোসেন(১৬), ৩। মোঃ রিফাত সৃধা(২১), ৪। মোঃ ইমরান হোসেন(২২) ও ৫।মোঃ মুসা(২১) নামের ৫জন ছাত্র আহত হয়। এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা দেয়া হয়।
সরকারি জনতা কলেজের অধ্যক্ষ আবদুল লতিফ হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে আমি তাৎক্ষণিক দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি। ঘটনা তদন্তে ৩ সদস্যর কমিটি গঠন করা হবে এবং থানায় অভিযোগ দায়ের করা হবে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, ঘটনা শোনার সাথে সাথে ক্যাম্পাসে গিয়েছি। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের কর্তৃক একটি লিখিত অভিযোগ দায়েরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।