পটুয়াখালী প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফলে দুর্নীতির বিরুদ্ধে গনসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষে শোভাযাত্রা,আলোচনা সভা ও স্কুল বির্তক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা শেষে স্কুল বির্তক অনুষ্ঠানে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় ও বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বির্তক প্রতিযোগীতায় অংশ গ্রহন করেন।
বির্তকের বিষয়বস্তু ছিল ‘দুর্নীতি উন্নয়নের প্রধান অন্তরায়’। এতে বিপক্ষে অংশ নেয়া বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিযোগীরা বিজয়ী হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার সভাপতি এইচ.এম শহীদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. নার্গিস আখতার জাহান, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. জাহানারা বেগম প্রমুখ।
আরো পড়ুন : শখের বসে কোয়েল পালনে সফল নাহিদ
দুর্নীতি প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার অয়োজনে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাউফল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন, সহকারী অধ্যাপক মো. অহিদুজ্জামান সুপন দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো.ফারুক হোসেন, সদস্য মো. দেলোয়ার হোসেন, সহকারী অধ্যাপক মো. আবু হোসেন মিরন প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার সাধারন সম্পাদক ও ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মু.আবদুল জলিল তালুকদার।