বরিশাল অফিস : পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেছেন, জাতীয় ও আর্ন্তজাতিক চক্রান্ত এবং স্বাধীনতা বিরোধী চক্র ও অবৈধ সেনা শাসকদের নির্যাতন আর নিপীড়নের মাধ্যমে ধ্বংস করার চেষ্টা করা হয় জনগণের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগকে। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী, সমর্থকেরা রক্ত ও জীবন দিয়ে সকল প্রতিকূলতা, ষড়যন্ত্র মোকাবিলা করে দলকে টিকিয়ে রেখে শক্তিশালী করেছে।
২৮ (আগষ্ট) সোমবার আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সরকারী গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ হালিমুজ্জামান হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান আব্দুর রইস সেরনিয়াবাত, বরিশাল জেলা মহিলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনিল কুমার বাড়ই, সাধারণ সম্পাদক মোঃ আবু সালেহ লিটন সেরনিয়াবাত, মোঃ আশরাফ সরদার, মতিলাল বেপারী, সন্তোশ মন্ডল, মোঃ শাহজাহান হাওলাদার, অরুন মন্ডলসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় আবুল হাসানাত আবদুল্লাহ এমপি নেতা-কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, সকল মতানৈক্য ও ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামী নির্বাচনে জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে। কারণ, স্বাধীনতা বিরোধীরা আবার ক্ষমতায় গেলে দেশের উন্নয়ন ব্যাহত হবার পাশাপাশি দেশে সন্ত্রাস,বিশৃঙ্খলা সৃষ্টি হবে, জঙ্গিবাদ সৃষ্টি হবে। ওরা আবার ২০০১ সালের মতো আওয়ামী লীগের ২৬ হাজার নেতা কর্মীকে হত্যা করবে। এই এলাকার ৫০ হাজার নেতা-কর্মীকে নির্যাতন করে রামশীল পাঠাবে।
বাড়ির গাছ, ঘের-পুকুরের মাছ, গোয়ালের গরু লুট করে নিয়ে যাবে। যারা দেশের বিরুদ্ধে ১০ ট্রাক অস্ত্র আমদানী করে তাদের নির্বাচিত করলে সাধারণ মানুষ শান্তিতে ঘরে ঘুমাতে পারবে না। সন্ত্রাস ও জঙ্গীবাদের হাত থেকে দেশকে রক্ষা করতেপুনরায় ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।