* ফাঁসির ৪ আসামি পলায়ন
* ২১ দিনে ৯টি হত্যাকাণ্ড
* ব্যাংক ডাকাতি
বরিশাল অফিস :: বগুড়া কারাগারের কনডেম সেলের ছাদ কেটে ৪ কয়েদি পলায়ন, ২১ দিনের ব্যবধানে দুই জোড়াসহ ৯টি হত্যাকাণ্ড ও এক নারীর দুই হাতের কবজি উদ্ধার, ব্যাংক ডাকাতিসহ চলতি মাসে চাঞ্চল্যকর একাধিক ঘটনা সারাদেশে আলোচিত হয়েছে। এমন সব চাঞ্চল্যকর ঘটনা স্বাধীনতার পর বগুড়ার মানুষ আগে কখনো দেখেননি। এসব ঘটনা বগুড়ার মানুষকে ভাবিয়ে তুলছে। একের পর এক নির্মম হত্যাকাণ্ডে নিরাপত্তা নিয়ে শঙ্কিত বগুড়াবাসী।
সর্বশেষ বুধবার (২৬ জুন) বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদির পলায়নের ঘটনা ঘটেছে। ঘটনায় একাধিক তদন্ত কমিটি করা করা হচ্ছে। এসব ঘটনা শুধু বগুড়ায় না সারাদেশে এমনি বিদেশেও আলোচিত হচ্ছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদিরা হলেন- স্কুলছাত্র নাঈম হত্যা মামলার আসামি জেলার কাহালু পৌর মেয়র ও বিএনপি নেতা আব্দুল মান্নানের ছেলে জাকারিয়া (কয়েদি নম্বর ৩৬৮৫), কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দিয়াডাঙ্গা এলাকার নজরুল ইসলাম মজনু (কয়েদি নম্বর ৯৯৮), নরসিংদীর মাধবদী উপজেলার ফজরকান্দি এলাকার আমির হোসেন (কয়েদি নম্বর ৫১০৫) এবং বগুড়ার কুটুরবাড়ি পশ্চিমপাড়া এলাকার ফরিদ শেখ (কয়েদি নম্বর ৪২৫২)। এ চাঞ্চল্যকর ঘটনা সুপরিকল্পিত এবং কারা কর্তৃপক্ষের চরম দায়িত্ব অবহেলা রয়েছে বলে সুশীলসমাজ মনে করছে।
বুধবার সকালে নিজ কার্যালয়ে বগুড়া পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবত্তী এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান।
পুলিশ সুপার আরো জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক পৌনে ৪টায় জানতে পারেন বগুড়া জেলা কারাগারের কনডেম সেলের ছাদ ফুটো করে বিছানার চাদর দিয়ে রশি তৈরি করে প্রাচীর টপকিয়ে চারজন ফাঁসির আসামি পালিয়েছেন। তাৎক্ষণিকভাবে ডিউটিরত সব পুলিশকে তাদের গ্রেফতারের জন্য বলা হয়। রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে সদর ফাঁড়ির এসআই খোরশেদ আলমের নেতৃত্বে শহরের চেলোপাড়া চাষি বাজার থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করা হবে। এরপর তাদেরকে পুনরায় কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
এ ব্যাপারে জেলা কারাগারের সুপার আনোয়ার হোসেন কোনো কথা বলতে রাজি হননি। তবে ডিআইজি (প্রিজন) কামাল হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত কমিটি হয়েছে। তবে কয় সদস্য বিশিষ্ট তা আপাতত জানা নেই। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি। বিষয়টি দেখতে অতিরিক্ত আইজি (প্রিজন) আসছেন। এ ঘটনায় বগুড়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা প্রশাসক বলেন, দিবাগত রাত ৩টা ৫৫ মিনিটে খবর পাই বগুড়া কারাগার থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালিয়েছে। পরে সাড়ে ৪টার দিকে পুলিশ তাদের গ্রেফতার করেছে। এ ঘটনায় জেলা প্রশাসনের কার্যালয় থেকে এডিএমকে প্রধান করে ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
বগুড়া জেলা প্রশাসক আরো জানান, এ ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা হলেন- এডিএম, পুলিশের একজন কর্মকর্তা, র্যাবের একজন, গণপূর্ত বিভাগের একজন, ফায়ার সার্ভিসের একজন এবং জেলা কারাগারের একজন থাকবে।
কনডেম সেলের ছাদ কেটে কাপড়ের রশি বানিয়ে ছাদ থেকে নেমে আসামিরা পালিয়ে যায়::
কনডেম সেলের ছাদ কেটে কাপড়ের রশি বানিয়ে ছাদ থেকে নেমে আসামিরা পালিয়ে যায়
এছাড়া চলতি বছরের জুনের ২ তারিখে বগুড়ার বনানীতে আবাসিক হোটেলে স্ত্রী-সন্তানকে গলাকেটে হত্যা করেন স্বামী। এরপর ২৪ ঘণ্টার মধ্যে তিনটি হত্যাকাণ্ড হয়, এর মধ্যে একই রাতে সন্ত্রাসী ব্রাজিল ও ইজিবাইক ছিনতাই করে চালককে নির্মমভাবে হত্যা করা হয়। এরপর সারিয়াকান্দিতে এক স্কুলছাত্রকে মারপিটে হত্যা করা হয়। তারপর জেলার শিবগঞ্জে একজনকে মারপিটে হত্যা করা হয়। ঈদের রাতে পুলিশ সুপারের বাংলো থেকে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান করে জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠু তার ছোট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সাবেক কাউন্সিলর সৈয়দ সাজিল আহমেদ টিপুর নেতৃত্বে শহরের নিশিন্দারা এলাকায় দুই যুবককে গুলি ও উপর্যুপরি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর গুলি করা হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ একজন হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন। এরপরও শনিবার (২২ জুন) রাতে মুরগির খামারি ইউনুছ আলীকে ড্রেনে চুবিয়ে নির্মমভাবে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এছাড়াও কয়েক মাস আগে বগুড়া নিউ মার্কেট এলাকায় একটি জুয়েলার্সে ডাকাতি, মাটিডালি এলাকায় আইএফআইসি ব্যাংকে ডাকাতি এবং শাজাহানপুর থানায় হামলার ঘটনা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা অবনতি। এসব হত্যাকাণ্ডের মধ্যে ব্রাজিল হত্যাকাণ্ডে একজনকে র্যাব গ্রেফতার করেছে, নিশিন্দারায় দুই যুবককে হত্যাকাণ্ডে তিনজনকে পুলিশ গ্রেফতার করে এবং প্রধান আসামি জেলা মোটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ কবির আহমেদ মিঠুকে র্যাব-১২ গ্রেফতার করেছে।
সর্বশেষ ইউনুছ হত্যাকাণ্ডে একজনকে পুলিশ গ্রেফতার করেছে। স্কুলছাত্র এবং ইজিবাইক ছিনতাই করে চালককে হত্যাকারীদের গ্রেফতার বা কোনো রহস্য উদঘাটিত হয়নি।
এদিকে, ১২ জুন দিন গত রাতে বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উপশাখার সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২৫ জুন লুণ্ঠতি ১০ লাখ টাকা উদ্ধার করেছে এবং জড়িত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মাসে বগুড়া শাজাহানপুর থানায় হামলার ঘটনাও ঘটেছে। এতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছিলেন। এর আগে, গত ২৬ জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের উপশাখার ভল্ট ভেঙে ৯ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছিল।
অবসরপ্রাপ্ত কলেজের সাবেক উপাধ্যক্ষ তবিবর রহমান সিদ্দিকী জানান, বগুড়ায় একের পর এক হত্যাকাণ্ড বগুড়ায় আগে কখনো দেখা যায়নি। এর মধ্যে দুই জোড়া হত্যাকাণ্ডও ঘটেছে। এছাড়াও ব্যাংক ডাকাতি, পুলিশের থানায় হামলা, সর্বশেষ মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪ কয়েদি কারাগার থেকে পলায়নের ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। কিন্তু প্রশাসনের সেরকম তৎপরতা দেখা যাচ্ছে না। যদিও কয়েকটি হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতার করেছে। তারপরও আরো প্রশাসনের তৎপরতা বৃদ্ধি করা প্রয়োজন।
বগুড়া বারের প্রবীণ আইনজীবি অ্যাডভোকেট সদরুল আনাম রঞ্জু জানান, সাম্প্রতিক সময় হত্যাকাণ্ড বেশি ঘটছে। আর খুন খারাপিতে সমাজের সাধারণ মানুষ নিরাপত্তাহীন ভাবতে থাকবে এটা স্বাভাবিক। তবে ভালো খবর হলো আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছেন এবং অপরাধীরা আটকও হয়েছেন। যতটুকু জানি তারা কোর্ট থেকে রিমান্ডে রয়েছেন। আমি আশাবাদী মূল ঘটনা উদ্ধার হবে এবং খুনের শাস্তি হবে।