দেশের জনগণের ক্রয় ক্ষমতা বাড়াতে এবং জীবনযাত্রাকে সহজ করতে চান সদ্য দায়িত্বপ্রাপ্ত বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। সোমবার (১১ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের তিনি বলেন, “মুদ্রাস্ফীতির ফলে ভোক্তাদের খরচ বেড়েছে, কিন্তু তাদের ক্রয় ক্ষমতা বাড়েনি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য সবাইকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চাই।”
নতুন উপদেষ্টা জানান, তিনি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তিগত সংস্থার প্রতিনিধিত্ব করছেন না; বরং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার লক্ষ্যে এই দায়িত্ব গ্রহণ করেছেন। গতকাল রোববার (১০ নভেম্বর) তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্বপ্রাপ্ত হন।
এদিকে, বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বের আগে এই পদে ছিলেন সালেহউদ্দিন আহমেদ, যিনি এখন শুধুমাত্র অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন এখন থেকে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম