শিরোনাম

দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Views: 18

দেশে ফিরলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

চন্দ্রদ্বীপ ডেস্ক :: অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টা ২৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বিএনপির মহাসচিবের এই সফরটি ছিল মূলত ব্যক্তিগত। পরিবারকে সময় দিতে গত ৯ অক্টোবর তিনি ঢাকা ত্যাগ করেন। সফরের আগে তিনি জানান, তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা এবং অন্যান্য স্বজনরা অস্ট্রেলিয়ার ক্যানবেরায় বসবাস করছেন। তিনি স্ত্রী রাহাত আরা বেগমের সঙ্গেও দেখা করতে অস্ট্রেলিয়া যান, যিনি বিগত দেড় মাস ধরে মেয়ের কাছে রয়েছেন। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্যই মূলত এই সফর।

মির্জা ফখরুলের পরিবারের সদস্যদের নিয়ে বিএনপির সমর্থকদের মাঝেও আলোচনা ছিল। তার মেয়ে ড. শামারুহ মির্জা ২০০৬ সাল থেকে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন এবং সেখানেই তার স্বামী ও সন্তানদের সঙ্গে জীবনযাপন করছেন। ছোট মেয়ে সাফারুহ মির্জা ঢাকায় একটি ইংরেজি মাধ্যম স্কুলে শিক্ষকতা করেন এবং বাবার এই সফরকালে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ নিয়েও তার উদ্বেগ প্রকাশিত হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেশে ফেরার পর, বিএনপির নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। দেশে ফিরে আসার পরপরই রাজনৈতিক কার্যক্রম নিয়ে নতুন করে পরিকল্পনা করবেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দেশে ফিরে মির্জা ফখরুল বিএনপির চলমান আন্দোলন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *