আইন উপদেষ্টা আসিফ নজরুল দেশ গঠনে তরুণদের আত্মত্যাগের মাধ্যমে পাওয়া দ্বিতীয় সুযোগকে সঠিকভাবে কাজে লাগানোর গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেছেন, “তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, সেই সুযোগ যেন আমরা কোনভাবেই নষ্ট না করি।”
আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবসে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।
আসিফ নজরুল বলেন, “১৯৭১ সালে একটি দলের ব্যর্থতার জন্য আমরা যে স্বপ্নের বাংলাদেশ গড়তে চেয়েছিলাম, তা বাস্তবায়িত হয়নি। মুক্তিযোদ্ধারা দেশের প্রতি গভীর ভালোবাসা নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, কিন্তু নানা প্রতিবন্ধকতার কারণে আমাদের লক্ষ্য পূর্ণ হয়নি।”
তিনি আরও উল্লেখ করেন, “জুলাই মাসের গণঅভ্যুত্থানে ছাত্ররা জীবনের মায়া ত্যাগ করে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকার এবং বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে। আজ এই শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এসে তাদের ত্যাগের কথা মনে পড়েছে।”
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, “১৯৭১ সালে বহু শহীদের আত্মত্যাগের পরও আমরা সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে ব্যর্থ হয়েছিলাম, এটি এক ধরনের মানসিকতার এবং একটি দলের ব্যর্থতার জন্য। আজকের দিনে আমরা সেই ব্যর্থতার পুনরাবৃত্তি না হতে দেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ আমরা পেয়েছি, তা যেন কোনোভাবেই নষ্ট না হয়। এই বুদ্ধিজীবী দিবসে আমাদের এই কামনা।”
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম