বরিশাল অফিস :: ভোলার দৌলতখান সরকারি উচ্চবিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা নতুন কারিকুলামে ৫ঘন্টা পরীক্ষায় অংশগ্রহণ করে খুবই খুশি। গতকাল বাংলা প্রথম পরীক্ষায় ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ের মোট ৪ শত ৯৮ জন শিক্ষার্থী পরীক্ষা দেয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জীব কুমার হালদার জানান, ৫ ঘন্টা পরীক্ষার প্রথম ২ ঘন্টা লিখিত, ৩০ মিনিট বিরতি ও তার পর বাকি সময় ব্যবহারিক পরীক্ষা। এভাবেই প্রতিদিন ৫ ঘন্টা করে পরীক্ষা নেয়া হবে।
তিনি আরও জানান এভাবেই দেশের বিভিন্ন স্থানে নতুন কারিকুলামে পরীক্ষা নেয়া হচ্ছে। তবে যেসব স্থানে এসএসসি পরীক্ষা কেন্দ্র সেসব কেন্দ্রের পরীক্ষা নিতে একটু অসুবিধা হচ্ছে। এসএসসি পরীক্ষার ফাঁকে ফাঁকে বিদ্যালয়ের পরীক্ষা নেয়া হবে।
বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তৌফিকুর রহমান রিসাল জানান, নতুন কারিকুলামে আমরা আনন্দের সাথে পরীক্ষা দিয়েছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার দুটি সরকারি বিদ্যালয়সহ ২২ টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সম্ভাব্য শিক্ষার্থী সংখ্যা ১৪ হাজার। দাখিল পর্যায়ে মাদ্রাসার শিক্ষার্থী সংখ্যা ৭ হাজার। মোট ২১ হাজার শিক্ষার্থী এবারের নতুন কারিকুলামে পরীক্ষা দিচ্ছে।