বরিশাল অফিস:: ভোলার দৌলতখানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে পালিত হয়েছ। দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে নানা আয়োজনে দৌলতখান উপজেলা প্রশাসন অনুষ্ঠানের আয়োজন করে। মাঠে বিভিন্ন প্রতিষ্ঠানের বর্ণিল কুচকাওয়াজ পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, ওসি সত্য রঞ্জন খাসকেল।
পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সংগীত পরিবেশন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয। উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম খান, উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, দৌলতখান থানা অফিসার ইনচার্জ সত্য রঞ্জন খাসকেল মঞ্চে উপস্থিত থেকে পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।
মাঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা বিষয়ক শরীরচর্চা প্রদর্শন করে। পরে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, ওসি সত্য রঞ্জন খাসকেল, মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াজেদ কবির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রাজ্জাক শশী প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাখাওয়াত হোসেন সোহাগ।