চন্দ্রদ্বীপ ডেস্ক: আগের দিনের নষ্ট হওয়া সময় পুষিয়ে নিতে কানপুরের গ্রিন পার্কে খেলার সময় আধঘণ্টা এগিয়ে আনা হয়েছিল। কিন্তু, সেই খেলা শুরু হতেও দেরি আপাতত। সকাল থেকেই কানপুরের আকাশে বৃষ্টি। পুরো মাঠই ঢেকে রাখা হয়েছে কাভারে। খেলা শুরু হওয়ার সময় কিংবা মাঠ পর্যবেক্ষণের অবস্থাও এখন নেই সেখানে।
এরইমাঝে ক্রিকইনফো সূত্রে খবর, বৃষ্টির তোপে নিরাশ হয়ে মাঠ থেকে ফের হোটেলে চলে গিয়েছে ভারতীয় দল। সকাল থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির খবর মিললেও এখন কিছুটা ভারী বৃষ্টিই চলছে।
কানপুরে নিজের হোটেল থেকে বৃষ্টিভেজা সকালের ছবি টুইটারে দিয়েছেন। ছবির ওপরে লিখেছেন, (খেলা) দেরিতে শুরু না হলে অবাক হবো। বাংলাদেশি ধারাভাষ্যকার আতাহার আলী খান অবশ্য আছেন মাঠে। তিনি স্টেডিয়ামের ছবি দিয়ে রেখেছেন টুইটারে।