শিরোনাম

দ্বিতীয় বার আইজিপি পদক পেলেন রাঙ্গাবালী থানার ওসি হেলাল

Views: 74

পটুয়াখালী প্রতিনিধি :

প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ দ্বিতীয় বারের মতো ‘আইজিপি’স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ পদক পেয়েছেন রাঙ্গাবালী থানার ওসি মো. হেলাল উদ্দিন। পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদাপূর্ণ এ পদক পাওয়ায় শনিবার দুপুরে রাঙ্গাবালী থানা পুলিশের সদস্যরা তাকে সংবর্ধনা দেন।

জানা গেছে, গত বছর বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা অবস্থায় প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ হেলাল উদ্দিনকে এ পদক দেওয়া হয়।
বুধবার রাজারবাগ পুলিশ লাইনসের প্যারেড গ্র্যাউন্ডে তাকে ব্যাজ পদক পরিয়ে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় তার হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

এর আগে ২০১৮ সালে বরিশালের উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) থাকাকালীন প্রথমবারের মতো আইজিপি পদকে ভূষিত হন হেলাল উদ্দিন।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ওসি হেলাল উদ্দিন বলেন, ‘ভালো কাজের স্বীকৃতি যখন পাওয়া যায়, তখন সেই কাজের উৎসাহ অনেকগুণ বেড়ে যায়। আমি নিজে যেমন কাজে উৎসাহ পাব, আমার দেখাদেখি অন্যরাও উৎসাহিত হবেন। আমি চাইব, ভবিষ্যতে আরও ভালো কিছু করতে। আমার টিমের সদস্যদেরও ভালো কাজের জন্য উৎসাহ দেব।’

 

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *