শিরোনাম

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্ষুব্ধ গণতন্ত্র মঞ্চ, ২৭ নভেম্বর সমাবেশের ঘোষণা

Views: 10

বর্তমান বাজার পরিস্থিতিকে বেসামাল হিসেবে আখ্যায়িত করে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে ক্ষোভ প্রকাশ করেছে গণতন্ত্র মঞ্চ। জোটের নেতাদের দাবি, বাজার নিয়ন্ত্রণে সরকারের নেওয়া পদক্ষেপের বিশেষ কোনো কার্যকারিতা দেখা যাচ্ছে না। অতি আবশ্যক খাদ্যপণ্য এখনও স্বল্প আয়ের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। তাই জনজীবনের সংকট সমাধানের দাবিতে ২৭ নভেম্বর সমাবেশের ডাক দিয়েছে গণতন্ত্র মঞ্চ।

সোমবার (১৮ নভেম্বর) বিকেলে তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় এসব কথা বলেন তারা। সভায় সরকারের ১০০ দিনের সামগ্রিক কাজকর্ম ও রাজনৈতিক পদক্ষেপসমূহ নিয়েও আলোচনা করা হয়।

সভায় প্রস্তাবে বলা হয়, যেসব পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার বা কমিয়ে আনা হয়েছে, খুচরা বাজারে তারও কোনো প্রভাব নেই। পুরোনো মুনাফাখোর বাজার নিয়ন্ত্রণে এখনও বহাল তবিয়তে রয়েছে।

এ সময় সভায় জনজীবনের সংকট সমাধানের দাবিতে ২৭ নভেম্বর বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশ করার সিদ্ধান্ত নেন।

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- মঞ্চের কেন্দ্রীয় নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন প্রমুখ।

মো: আল-আমিন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম
image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *