চন্দ্রদ্বীপ ডেস্ক :: বাংলাদেশে সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, চাঁদাবাজি এবং সিন্ডিকেটের কারণে সাধারণ জনগণের দুর্ভোগ বেড়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে এক আইনজীবী সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন।
সোমবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী নাদিম মাহমুদ এই লিগ্যাল নোটিশ পাঠান। তিনি ১০ দিনের মধ্যে পাইকারি বাজারে পণ্যের অবাধ প্রবেশ নিশ্চিত করা, সিন্ডিকেট ভেঙে আইনগত ব্যবস্থা নেওয়া এবং বাজার মনিটরিং জোরদার করার দাবি জানান।
নোটিশে তিনি আরও উল্লেখ করেন, বিভিন্ন গণমাধ্যমে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবেদন প্রকাশিত হলেও কার্যকর পদক্ষেপের অভাবে পণ্যের দাম ক্রমেই বেড়ে চলেছে এবং সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে।
আইনজীবী নাদিম মাহমুদ বলেন, বাজারে চাঁদাবাজি বন্ধ ও বাজার মনিটরিং ব্যবস্থা কার্যকর করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তিনি আরও বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অধীনে পর্যাপ্ত অভিযান পরিচালনা এবং সিন্ডিকেট ভেঙে দিতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।