জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ধর্মের ভিত্তিতে নয়, দেশ পরিচালিত হবে যোগ্যতার ভিত্তিতে।” তিনি আরও বলেন, জামায়াত একটি মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চায়, যেখানে মানুষের অধিকার পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) জয়পুরহাট জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। দীর্ঘ ১৬ বছর পর এই কর্মী সম্মেলনটি অনুষ্ঠিত হয় জয়পুরহাট সার্কিট হাউস ময়দানে।
জেলা জামায়াতের আমির ডা. ফজলুর রহমান সাঈদের সভাপতিত্বে জামায়াতের আমির আরো বলেন, “প্রয়োজনীয় সংস্কার করেই দেশে সুষ্ঠু ভোটের ব্যবস্থা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। মানবিক বাংলাদেশ গড়তে এবং বেকারত্ব, দারিদ্র্যমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে ভালো মানুষ তৈরি করতে হবে।”
তিনি ছাত্র আন্দোলনের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “বিগত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গণহারে মানুষ হত্যার বিচার করতে হবে।” জামায়াতের আমির মন্তব্য করেন, “বিগত সরকার ব্যাপকহারে মানুষ হত্যা করেছে, এবং এই গণহত্যার বিচার অবশ্যই করতে হবে।”
জামায়াতের আমির আরও বলেন, “মানুষের অধিকার ফিরিয়ে আনতে হবে এবং লুণ্ঠনকারীদের ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। জামায়াত একটি মানবিক, বৈষম্যবিরোধী বাংলাদেশ গড়তে চায়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জামায়াতের বিকল্প নেই।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মো. রফিকুল ইসলাম খান। তিনি সরকারের উদ্দেশে বলেন, “স্বৈরাচার হাসিনা চোরের মতো দেশ ছেড়ে পালিয়েছে, তারা মানুষের ভোটের অধিকার নষ্ট করেছে এবং কোটি কোটি টাকা পাচার করেছে। তাদের বিচার বাংলার মাটিতে হবে।”
এছাড়া, জামায়াতের অন্যান্য নেতারা ভোটার তালিকা সংশোধন এবং সঠিকভাবে নতুন ভোটার তালিকা হালনাগাদ করার দাবি জানান।
মো: তুহিন হোসেন
স্টাফ করেসপন্ডেন্ট, চন্দ্রদ্বীপ নিউজ ২৪ ডট কম