শিরোনাম

ধেয়ে আসছে ঘূর্ণিঝড়! পায়রা বন্দরে ৪ নম্বর সংকেত

Views: 64

মো: আল-আমিন (পটুয়াখালী): পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিনত হয়েছে। এর ফলে (১৬ নভেম্ভর) সকাল থেকেই পটুয়াখালী উপকূলসহ জেলার বিভিন্ন স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তাই পায়রা সমুদ্র বন্দরকে ৪ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং সকল মাছ ধরার ট্রলার ও নৌকাকে নিরাপদ স্থানে চলাচল করতে বলা হয়েছে।

কুয়াকাটা ও আলীপুর মৎস সমবায় সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, সমুদ্রে থাকা বেশীর ভাগ মাছ ধরার ট্রলার মহিপুর শিব্বারিয়া নদীতে আশ্রয় নিয়েছে। বাকি ট্রলার ও নৌকা গুলো নিরাপদে রয়েছে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবা সূখী বলেন, সৃষ্টি হওয়া নিম্বচাপটি উপকূলের দিক অগ্রসর হচ্ছে। এর ফলে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও অতিরিক্ত বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই পরবর্তী কোন নির্দেশনা না দেয়া পর্যন্ত সকল মাছ ধরার ট্রলার এবং নৌকা সমূহকে নিরাপদে চলাচল করতে বলা হয়েছে।

image_pdfimage_print

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *